সেদিন যদি না পাও তাঁরই দয়া,
কি লাভ হবে বাড়িয়ে মিছে মায়া,
সব সম্পর্কের ইতি হবে, পড়ে রবে কায়া।


দু'হাত শূন্যতা দেখবে সেদিন,
চারিজনে তোমায় বহন করবে যেদিন,
এতো সোনা-দানা, ধন-রতন হবে বর্ণহীন।


পরের হক মাফ করবেন না প্রভু রব্বানা,
দাপট কপট ওখানে কোনো কাজে আসবে না,
অথচ লোভের সরোবরে জ্বলবে, দেখবে কী যাতনা?


সত্যই সুন্দর, এসো সুজন সুন্দরের পথে,
পুরস্কৃত হয়েছে যারা, এসো সেই পথে,
স্বার্থবাদী সেদিনও ছুটবে কেল্লাফতে।


সেদিনের কথা ভাবিয়া কান্দে আসমা বিবির বাপ,
তিনি যদি মাফ না করেন একবিন্দুও পাপ,
চোখের জলে বুক ভিজিয়ে জনে জনে চায় মাফ।