বন্ধ হতে পারে হৃৎযন্ত্র,
করলে 'পরে ষড়যন্ত্র,
আল্লাহ আমার রব, এটাই মূলমন্ত্র।


আখের গোছাও শেষ ঠিকানার,
সারাক্ষণ এটা হোক ভাবনার,
করুণা চাই রক্ষা পেতে এ যাতনার।


ওখানে কাজ হবে না কোনো তন্ত্র,
বকি ঝুকি চলবে না রে কোনো মন্ত্র,
সকলে পড়বেই ধরা, ঐটাই মূলকেন্দ্র।


জুট ঝামেলায় না পড়িতে,
সরলপথে হবে মনা চলিতে,
রবই সব, তিনিই পারেন সব করিতে।