হাজার তারার মাঝে
সেই তারাটা নেই তো,
যে তারাটা বাবা আমার,
ছোট্ট কালে হাত ধরে দেখাতো।


অনেকগুলো হাতের মাঝে
সেই আদর মাখা হাতটা নেই তো,
যে হাতটা বাবা আমার,
কাঁধে উপর রাখতো।


ছায়া হয়ে মাথার উপর
মায়া-মমতায় ঘিরে রাখতো,
সেই ছায়ায় বসে আমার
সুখে দিন কাটতো।


কাজের ভিড়ে নামটা আমার
গেল একেবারে হারিয়ে,
ছোট্ট কালে যে নামটা ধরে
বাবা তুলতো আামায় ঘুম থেকে জাগিয়ে।


আজ সারাটা বিকেল
লুকিয়ে অনেক কেঁদেছি,
কোথা হতে এতোটা অশ্রু
চোখের তলে জমা রেখেছি।