ডাকে আসা প্রিয়তমার চিঠিগুলো,
আজকাল আমাকে ভীষণ বিষাদে ভোগায়।
পুরানো বটশাখায় রাতভর ডাহুকের আত্মনাদ,
হাজার তারার মাঝে আকাশে ব্যথিত চাঁদ।


মন থেকে মুছে যাচ্ছে দোল খাওয়া
সবুজ ধানক্ষেত, শান বাঁধানো ঘাট,
নীলটিপ পড়া পল্লীবালার মুখ,
আতঙ্কে কাটিয়ে দিই প্রতিটি রাত।


হৃদয়ে বেঁধেছে বাসা মীর জাফর,
স্বপ্নে বিভোর জগৎশেঠ, ঊর্মিচাঁদ।
কপটের দাপট আজ সবত্রই দৃশ্যমান,
অসহায় মানুষের মাথায় হাত।