ওরা চন্ডাল, ওরা ভন্ড, ওরা এ যুগের আবু জাহেল,
ওরা মীরজাফর,ওরা মানুষের মাথায় ভাঙ্গে বেল।
ওরা সুবিধাভোগী, ওরা চন্ডালের চন্ডাল,
ওরা ডাকু, ওরা কাঙালের চেয়ে বড় কাঙাল।


ওরা দখলবাজ, ওরা কালোবাজারি,
ওরা সাধু সাজে, ওরা মুখোশধারী।
ওরা চাঁদাবাজ, ওরা চামার-চন্ডাল,
ওরা মন্দ, ওরা ভন্ড, ওরা কাঙাল!


ওরা কি মানুষ! ওরা মানুষের নামে কলঙ্ক,
ওরা স্বার্থপর, ওরা অনুসরণ করে শয়তানের পদাঙ্ক।
ওরা বেইমান, ওরা ইতিহাসের কেহেরম্যান,
ওরা দজ্জাল, ওরা ইমান কেড়ে করবে অপমান।


ওরা কারা? প্রশ্ন করে পাবে কূল,
ওরা ছদ্মবেশী, ওরা ইবলিশের মূল।
ওরা ভান ধরে দান করে সাজতে ভালো,
ওরা ভন্ড, ওরা ঢাকতে চায় অতীতের কালো।