ওরা কারা?
মুখোশ পরা!
সাধু সেজে হরে ধন,
ওরা পেতে চায় মানুষের ভজন!


নিজকে দামী ভাবতে করে গর্জন,
হাতেগোনা ওরা মাত্র ক'জন!
সময়ে দখল নেয় দেবতার আসন,
সুযোগে তারা চালায় দুঃশাসন।


মানুষরূপে ওরা আজ দানবরাজ,
আঁধারে খেলে আর করে কুকাজ।
বেশভুষায় মানুষের সাজ, আসলে শয়তান,
সাধু সেজে সাধারণকে শোনায় উপাখ্যান।


একদা পড়বে ধরা, খসে পড়বে মুখোশ,
সেদিনও তারা নিজকে সানাবে নির্দোষ।
তবুও ছড়িয়ে যাবে যতছিল অপযশ,
অবরুদ্ধ হবেই ওদের সব উৎসের রস!