অদৃশ্য শক্তি করোনা,
বুঝেছি তোমার নমুনা।
কত্তো আয়োজন তুমি তা জান না,
কিসে তুমি পোষ মানবে, একটু বলো না।


তুমি ধরলে পাশে কেউ তো থাকে না,
ডাকলেও ফিরে কেউ তাকায় না।
তুমি যমের মতো আরেক যম,
তুমি ভালবাসলে বন্ধ হয় যে দম।


চোখে আসে না ঘুম তোমার ডরে,
সদা নরম বুকটাতে ধড়ফড় করে।
করোনা তুমি চলে যাও দুর বহুদূর,
চাই পাখির গানে  রাঙা ভোর।