পাপ করলে পাপে বাঁধে,
ধ্বংসের কিনারায় এসে কাঁদে।
লাভ ও লোভে অনেকেই করে পাপ,
বিবেক মরে গেলে, বলে লোকে খারাপ।


দাপটের ছুটে দেখায় অহঙ্কারের তাপ,
অবশেষে তার 'পরে দেয় অভিশাপ।
এসব কিছু ভেবেই কাঁদে আসমার বাপ,
জীবন সায়াহ্নে এসে কি-বা হল লাভ?


এখনো আছে সময় চেয়ে নাও মাফ,
পাপেই খুঁজে তারে, পাপের 'পরে পাপ!
সময় চলে গেলে, মনে বাড়বে পাপের চাপ,
লোভ-লালসা ত্যাগ করে, নিজকে রাখো সাফ।