একই ফুলের অঙ্গে এতো রূপ,
প্রেমিক প্রেমে মজে একেবারে চুপ,
প্রেমিকার তরে ফুল হাতে ভিন্ন রূপ।


মৌমাছির প্রেমে ফুল বিলিয়ে দেয় মধু,
মাকড়সাকে প্রেমে ডুবায় বিষ খাওয়ায় শুধু,
ভ্রমরকে ভুষা দিয়ে ফুল নিজে হয়ে যায় ফতু!


প্রজাপতি খুঁজে ভিক্ষা ফুলের ভালবাসা,
এর জন্য প্রেমিক সেজে সকাল-বিকাল আসা,
ভালবাসা পেতে প্রজাপতি বাঁধে ফুলেতে বাসা!


ভালবাসায় বাঁধে ঘর, ফুলের রঙে রাঙায় পাখা,
টুনটুনিটা খুশি, উড়ে উড়ে ফুলের পাশে থাকা,
ফুলের ভালবাসা পেতে যৌবনে চন্দ্র হয় বাঁকা।