করোনার ভয় নেই আর কারোর মনে,
হাত ধুতে দেখা যায় না আর ক্ষণে ক্ষণে।
বসানো টানেল এখন পড়ে আছে অকেজো,
বাজারে গিয়ে দেখলাম প্রচন্ড ভিড় আজও।


আশায় আছি বসে, আসবে এদেশে ভ্যাক্সিন,
হয়তো করোনাকে কেউ খুঁজে পাবে না সেদিন!
করোনায় জ্বর, করোনায় গলাব্যথা আর কাশি,
এগুলো বললে সেদিন করবে লোকে হাসাহাসি।


ভিড় এখন সবখানে, চেয়ে দেখো যানবাহনে,
মাক্স নেই, দূরত্ব নেই, তা দেখে ভাবি মনে মনে।
কতো প্রচার, কতো কথা, বাঙালি কি আর শুনে,
আসমা বিবির বাপ বসে বসে আঙ্গুলে দিন গোনে।


করিম মুন্সি জপ করে প্রভুর, প্রার্থনায় বসে,
কাকের মাসি করোনা, যেনো পাশ না ঘেঁষে।
বয়স তার আশি, মনোবল এখনো তাজা,
শেষ রক্ষা যেনো করেন, বিশ্বের মহান রাজা।