মানুষকে বিশ্বাস করা পাপ নয়,
তবে, পাপীকে বিশ্বাস করা পাপ।
পাপীদের তালিকায় আছে কারা?
এ কথা ভাবিয়া কান্দে আসমার বাপ।


মানুষকে ঠকাইয়া আর ঠেকাইয়া
কতো হাতিয়ে নিয়েছো লাভ আর লাভ!
ধরাকে সরা জ্ঞান করিয়া মনা,
জমার খাতায় কত লিখিয়েছ পাপ আর পাপ!


দাপট কপট দেখিয়ে করেছ বাহাদুরি,
মজলুমকে দেখে করেছ দূর্ দূর।
দু'দিনের এ দুনিয়ায় ইবলিশে ভর করি,
পতন ঘটিবে একদিন, উপরে উঠো যতদূর!


চারপাশে হিংসায় পুড়ছে কিছু মানুষ,
ওরা শয়তানের দোসর, লোভে হয় বেহুঁশ।
পরের ভাগটা বড় দেখে চায় নিতে কেড়ে,
নিজেরটা ঢেকে রাখতে খুঁজে অন্যের দোষ।