আচমকা কেনো অভিযোগ দিয়েছো এ মধু মাসে,
ভালোবেসে এ হৃদয়টা সিঙ্কহোলের মতো গেল ধসে।
বাধাহীন জীবনে এসে দেখালে কেনো স্বপ্ন,
ছন্নছাড়া এ মানুষটকে ভালোবেসে কেনো নিলে যত্ন?


সারাজীবন থাকবে বলে বুকে নিলে জড়িয়ে,
সুযোগ খুঁজে পেয়ে  কথায় কথায় যাচ্ছো এড়িয়ে?
ফুলবনে মৌমাছিও সুখ খুঁজে মধু পানে,
সুখ খুঁজে মরে মাকড়শার মায়াজালের বাঁধনে।


আমার এ আমি এখনো দিয়ে যাচ্ছি মাশুল,
এ হৃদয়টা যেনো হৃদয় নয়, একেকটা সিঙ্কহোল!
কল্পনার এ জীবন যেনো জীবন নয়, সীমাহীন আকাশ,
সুখগুলো যায় তারা গুনে, প্রেমিক মন কেনো হতাশ?