সেদিন দু'জনে দোলেছিনু দোলনায়,
স্মৃতিরা কাঁদে একাকী নিরালায়।
কত কথা, কত ব্যথা জমা ছিলো ছোটবেলায়,
পিতার হাত ছুটে হারিয়ে যাওয়া মেলায়,
এখনও মনে পড়ে, স্মৃতিরা ভেসে ভেসে যায়।


মাটির হাতি ঘোড়া, কাগজের ফুল,
এখনো হাসি, মনে করে সেই ভুল।
জলে ভাসাতাম কাপড়ের পুতুল,
মনের সেই আবেগ! কতই না ব্যাকুল।


বাঁশের বাঁশি আর রঙবেরঙের বেলুন,
শিশুমনে ঢেউ তুলতো খুশির, বহুগুণ।
মিঠাই আর যবের ভাঁজা ছিলো কত মজা,
মাথায় পরে তাজ, ভাবতাম আমি রাজা!