সাদাকে সাদা আর কালোকে
কালো বলার মানুষগুলো কই?
বুকে সাহস নিয়ে অত্যাচারীর খড়গ
প্রতিহত করার সেই যুবকটি কই?


জালিমের জুলুমকে প্রতিহত
করার সেই সমাজটা কই?
ক্ষমতার আস্তাবলে গিয়ে
দাপট দেখানো সেই লোকটা কই?


নেই! নেই কিছুই নেই,
মানুষের বিবেক নেই,
সাদা-কালোর মাঝে কোনো তফাৎ নেই।


নেই, নেই কিছুই নেই,
নিজেকেই নিয়ে ব্যস্ত সবাই,
শুধু শুধু ভাবনায় পড়ে লাভটা কী?


হারামের মাঝে আরাম করে!
প্রাসাদের বাগানে ফুলের মাঝে
লীলায় মজে মধু পান করলে ক্ষতিটা কী?


সাদাকে কালো বলে,
হাতিয়ে নেয় সব কৌশলে।
অভিনয়টা ঠিকঠাক রপ্ত করলে,
সাধুকে অপরাধী করে ঢুকানো যায় গ্যাড়াকলে।


নগদ পেলে খুঁজে সব ফাঁক,
মধু খেয়ে খালি করে মৌচাক।
মৃত মানুষের সমাজ, আছে সকলেই ঘুমে,
স্বার্থটা হাতিয়ে নিতে, সময়েই ওরা পা চুমে।