সেদিন সাদা পোষাকে মুড়িয়ে স্বজন,
সামনে রেখে তোমায় করবে রোদন,
পাশাপাশি দাঁড়িয়ে অনেকে করবে ভিড়,
শুয়ে দিয়ে আসবে যেথায় হবে তোমার নীড়।


আমার আমার করে সব করেছিলে গ্রাস,
এ ঋণ কে ফিরিয়ে দেবে, তুমি যে মরা লাশ।
হিসাব হবে চুল-ছেঁড়া, সেদিন হাকিম হবেন প্রভু,
লালসায় মজে কেড়ে নিয়েছো, ক্ষমা কি পাবে কভু?


নিজের স্বার্থকে সমুন্নত রাখতে পরেরটা করেছো খালি,
দু'হাতে শুধু কেড়েছো সব, মনুষ্যত্বকে দিয়ে জলাঞ্জলি।
আজ সাদা কাফনে অন্তিম যাত্রায় রবে পড়ে একা,
শূন্য হাতে আঁধার ঘরে থাকবেই, চারদিক শুধুই ফাঁকা!