একই গল্প!
কুশীলব ভিন্ন!
এভাবে আশায় বুক,
হতাশায় মন,
অনিশ্চয়তায় জীবন
ভেঙ্গে চুরমার হয়ে যায়।


তারপরও সেই সুর বাজে!
আমাদের দাবি মানতে হবে!
আমাদের ন্যায্য অধিকার দিতে হবে!!


কালোকে কালো বলার মানুষ
হারিয়ে গেছে দূর অজানায়!
বরং সাদাকে কালো-লাল-নীল
বলছে মানুষ হরদম অবলীলায়।


বিপদে পড়লে কেউ এগিয়ে
আসে না হাতটি ধরবে বলে,
সুখের সময় জড়ো হয়ে
জোট বাঁধবে কূটকৌশলে!


ভালো আছি, এ কথা কী
যায় বলা, গোলাম হোসেন?
বন্ধুরূপী হায়েনারা ওঁত পেতে রয়,
সুখে আছো কাকে বলবেন?