আসমা বিবির বাপ প্রতিটি রোজ,
করে যাচ্ছে ইবলিশ শয়তানের খোঁজ।
অসহায়ের মাথায় থালা রেখে যে করে ভোজ,
অনুগ্রহপূর্বক দিবেন তাকে,শয়তানের খোঁজ!


রোজ সকালে তেমোহানায় থাকে বসে,
সাধুর বেশে শয়তান নাকি ওদিকে আসে।
কথাটা একান-ওকান ঘুরে তার কানে পৌঁছে,
সে থেকে বিবির বাপ শয়তানকে ওখানে খোঁজে।


শয়তান এখন ঘুরে বেড়ায় আশেপাশে,
ভালো মানুষ দেখলে যার অন্তর হিংসায় ভাসে।
সে তো শয়তানের শয়তান, নিতে হবে বুঝে,
নিজের স্বরূপ বাঁচাতে অনেকে এখন সাধু সাজে।