চলে এসো একাকী,
মায়াবী মায়াজাল ছিন্ন করি।
দক্ষিণা হাওয়ায় বসে বসে,
আনমনে ভাবনার অবশেষে।


অনামিকার অনুরাগে,
ভেঙ্গে যাবে জড়তা জল তরঙ্গে।
লজ্জাবতী লতার পরশে,
হৃদয়খানি পূর্ণ হবে নিমিষে।


সীমাহীন বিশাল বেলাভূমি,
ভালবাসার ঢেউ যাবে চুমি চুমি।
সংসার বিবাগী ছেড়ে এসো ঘর,
এখন শান্তির আশ্রয় এ চর,
আছে কি কেউ, নিতে খবর?


হেঁটে হেঁটে ভাববে কতই কিছু,
হাজার প্রশ্ন ছুটবে তব পিছু।