আমার হৃদয় যেন সারাটি জীবন রয়,
সর্বদা সৎ ও সততার কথা কয়।
আমারই এ হাত যেন না ছুঁই কোনো পাপিষ্ঠ হাত,
যে হাতে মানবতার কন্ঠরোধ হয় দিবস রাত।


আমার কন্ঠ যেন প্রতিবাদ করে অনাচারের বিরুদ্ধে,
সতত সচল যেন রয় তা, সত্য আর মিথ্যার যুদ্ধে।
আমার এ দুটো চোখ যেন খুঁজে চলে সুন্দরের পথ,
সুর আর অসুরের ছিল যেখানে চিরকাল বিরোধ।


আমার জ্ঞান যেন ব্যয় হয় সৃষ্টির সেবায়,
আলো জ্বেলে আলোকিত হোক মনের কাবায়।
লোভ আর লালসায় যেন না ডুবে আমারি অন্তর,
বাসনার বাসরে প্রভু! এ অন্তরে রবে তুমি জীবনভর।