অন্তরভরা তোমার শুধু লাভ আর লোভ,
সবকিছু হারিয়ে কাঁদছো এখন খুব।
প্রভু নহি, আমি কবি বুঝি না অন্তরের ভাষা,
ভালোবাসা ছেড়ে, অন্তরে রেখেছো লালসা।


সকলেই জানে, তুমি বড্ড এক লাভের চাষা,
তোমার মনে লোভ আর হিংসায় বেঁধেছে বাসা।
পরিণতি একটাই, অপেক্ষা শুধু সর্বনাশা,
মানুষ হয়েও তুমি মানুষকে নিয়ে করো তামাশা।


আমি কবি, সুন্দরের কাছে সত্য করি ফেরি,
অসুন্দরকে সুন্দরের পথ শুধু দেখাতে পারি।
এতে তোমার ছিলো সব সময় অমত,
ঘুনেধরা সমাজকে বদলাতে চলো নিই শপথ।


অন্ধকার তাড়িয়ে চলো আনি সত্যের আলো,
আলোর আলোতে পালাবে যতোসব কালো।
একসাথে ধরবো হাত, তুলবো সততার ঢেউ,
আলো-আঁধারির খেলায় পার পাবে না কেউ।


তুমি যা হও মুটে, চামার, কামার, কুমার আর মুচি,
উঁচুনিচু তফাৎ এখানে অবান্তর, মানুষ সকল বুঝি।
অন্তরে আছে যার আলো, সেই তো মানুষ রতন,
পাশাপাশি থেকে মোরা করবো সমাজ পরিবর্তন।