সেদিন শান্ত বিকেলে
পাখিরা ফিরছে নীড়ে,
ফেলে আসা স্মৃতিরা আজ কেঁদে মরে।


অপলক তাকিয়ে প্রকৃতির কোলে
অপার সৌন্দর্য হাতছানি দিয়ে যায়,
মৃদুমন্দ হাওয়ায় এ মনটা দোলায়।


নীলিমার নীলে সাজে ঐ দূর আকাশ,
শুভ্র সাদা মেঘে ঢেকে থাকে সারাক্ষণ,
ভাবনায় মজে আনচান করে কবিমন।


আড়ালে থাকা তারাগুলো সাঁঝের আলোয়
আকাশের গায়ে মিটমিট করে উঁকি মারছে
জোনাকিরা আলো জ্বেলে দল বেঁধে উড়ছে।