সবটুকু আলো জ্বেলে আলোকিত হোক
অন্ধকারাচ্ছন্ন তোমার হৃদয়ের কুঠুরি,
আমার আছে শত্রুর জন্য একবুক ভালবাসা
যে মেরেছিল এ বুকে বিষমাখা ছুরি!


এগিয়ে যেতে শত্রু যে নিয়েছিলো পিছু,
ঘৃণার পাহাড়ের চূড়া দিনে দিনে হচ্ছে নিচু!
শত্রুরা শত্রুতা করে হয়ে যায় ধ্বংস,
তোমার সফলতা হলো শত্রুর শত্রুতারই অংশ!


শত্রুরা করুক কারণে অকারণে ঘৃণা,
এরই মাঝে আসল মানুষ যায় যে চেনা।
শত্রু যদি না থাকে কারোই জীবনে,
ওটা জীবন নয়, ও জীবন ভাসবে প্রস্রবণে।