দেহ থেকে পরান পাখিটি উড়াল দিলে,
রেখে আসবে স্বজনরা বাঁশ বাগানের  তলে।
একা বলতে একাই, কেউ যাবে না তোমার সাথে,
সবাই পর, একেবারে স্বার্থপর, দেখা হবে পুলসিরাতে।


তুমি ছিলে বড্ড বোকা, লোভে পড়ে খেয়েছ ধোকা,
নিজ স্বার্থে, স্বজনের তরে চলেছো পথ বাঁকা।
মাটির পিঞ্জিরা  ভেঙে পাখি উড়াল দেয়ার পর,
সোনা-দানা মিছে, শুধু রবে সম্মুখে অন্ধকার কবর।


কত স্বপ্ন আশা দু'চোখের পাতায় করেছিল ভর,
চারপাশে কতো জন, ভালবেসে দিয়েছিল অন্তর।
আজ কোথায় ওরা, হারিয়ে গেল অজানায়,
অসহায় হৃদয় কেঁদে যাবে ঐ শেষ ঠিকানায়।