জীবনে যতো আদর-স্নেহ-ভালোবাসা,
এক সময় হবে সবকিছুই ধোঁয়াশা।
যাকে ঘিরে করেছো আশা-ভরসা,
শেষাবধি সেই করবে তোমাকে নিয়ে তামাশা।


জগতের মায়ায় জড়িয়ে আছে কতো মানুষ,
মায়া ছেড়ে গেলে, শুধুই একটা রঙিন ফানুস।
সবকিছুর মূলে স্বার্থ, সবই মায়া স্ত্রী-পুত্র-কন্যা,
রতন পেলে শত্রুরাও বহায় ভালোবাসার বন্যা।


কর্ম সাধন হলে অনেকেই করে বেঈমানি,
সমস্যায় ফেলে আড়ালে করবে কানাকানি।
বন্ধু বান্ধব স্বজন আজ অনেকেই স্বার্থপর,
যত্ন করে এতোদিন যাকে দিয়েছো অন্তর।