কিছু  না হয় বলো তুমি!
বাকি কথাগুলো ইতি টানবো আমি।
এরপর ভাবতে ভাবতে সময় করবে পার,
চারিদিকে শূন্যতা, হাতড়িয়ে যাবে আঁধার।


সুখে ভাসবে,অথচ ঠাঁই হবে না সুখের বন্দরে,
দুই পাহাড় দুঃখ নিয়ে মুসাফির আজ হৃৎমন্দিরে।
দেবতারা পুজো দেবে, ভালোবাসার ছলে,
ছুঁয়ে দেখো বুকটা ভিজলো নয়ন জলে।


ঘুঘু ডাকা ভোরে কিংবা নিঃশব্দ রাত দুপুরে,
স্মৃতির আড়ালে হাজারো কথা তবেই মনে পড়ে।
অযুত তারার মাঝে একাকী চাঁদ কাঁদে,
কুয়াশা হয়ে অশ্রু সমূহ হারিয়ে যায় প্রাতে।


ঘর পালানো সূর তোলে যায় মরা বাঁশের বাঁশি,
কপোলে কপোল লাগিয়ে বলে গেছো বাসি।
মেঠোপথের দুপাশে পা দু'খানি ভেজায় শিশির,
যতো দূর দেখা যায়, দাঁড়িয়ে ছিলেম ঠিক স্থির।