বুকে রাখিয়া মাথা,
এতো করে ভাবো কার কথা?
এমনভাবে বলো কথা, আবেগে মোড়া,
আড়চোখে তাকাও যেন, টান পড়ে কলিজার গোড়া!


ভালবাসা কি একেই বলে?
মূল ভাবনাটা এড়াতে চাও কৌশলে!
হাত ধরে কাছে বসে লাগাও যে মায়া,
আলো আঁধারের খেলায় তুমি যে ছায়া।


মায়াজালে করিয়া বন্ধী দুচোখে দেখো স্বপন,
রঙের মাঝে ডুবিয়া গড়তে চাও মায়াবী ভুবন।
এ হৃদয়ে উঠে ঝড়, উড়িয়ে যায় রঙের ফানুস,
পাশাপাশি হাজার বছর, কেন আপন হয় না মানুষ!