সময় হলে আসবে যম,
কেড়ে নেবে দম,
দাপট দেখিওনা  একদম।


লালসার চাষ করে মনের ভেতর,
নষ্ট করিওনা ঐ সুন্দর অন্তর,
তাহলে, পাবে না কোথাও কদর।


করতে গিয়ে অপরের ক্ষতি,
হবে না কখনো নিজের উন্নতি,
বরং নিজের অবস্থানের হবে অবনতি।


বিধাতার বিধি করলে লঙ্ঘন কেউ,
তার চারপাশে ঘিরে রাখে পাপের ঢেউ,
এ জগতে কুকুরও তাকে দেখে করে ঘেউ ঘেউ।