সততা এ পৃথিবী থেকে যদি যেত হারিয়ে,
তাহলে মহান প্রভু সব কিছু দিতেন গুড়িয়ে।
অতিবাহিত করতেই হবে সৎ জীবন,
এটাই বিধাতার  অমোঘ নিয়ম।


এ দুনিয়ায় টাকাই সব না,
মনে রাখো, ওহে মানব,
এ টাকা মানবকে বানায় দানব।
সৎকে বানায় অসৎ
আপনকে করে পর,
আর সাধুকে পরিণত করে শয়তানে,
সর্বোপরি, সংসারে অশান্তি আনে।


টাকার লোভে ছুরি বসায় অন্যের বুকে,
যশ-খ্যাতি সব হারায় এ ইহলোকে,
কঠিন শাস্তির মুখোমুখি হয় পরলোকে,
পাপ কুড়ায় কষ্ট দিয়ে ভুক্তভোগীকে।


শেষ এপিসোডে হা-হুতাশ ছাড়া নেই গন্তব্য,
সকলেই এড়িয়ে যাবে, নিষ্প্রয়োজন মন্তব্য,
সততার আবহে জীবন কাটানো সকলের কর্তব্য।