কথায় বলে, যৌবনে সুন্দরী কাক,
সময়ে খালি হয় মৌচাক,
ধুর্তরা খোঁজে বেড়ায় ফাঁক।
প্রেমের উচাটনে চলে রাগ,
কর্ম শূন্য হয়, না থাকলে অনুরাগ।


বাঁধা আসে জনে জনে, জীবনের বাঁকে,
স্বার্থপরেরা চেনা যায়, সুযোগ নিয়ে ভাগে।
চোরাগলির চোরেরদল হাতিয়ে নিচ্ছে সব,
সাধু সেজে, ওরা মাতিয়ে তুলছে উৎসব।
নীতিহীন নেতারা গায় দেশাত্মবোধক গান,
তুমি আমি চুটকি বাজায়, আকুল মনপ্রাণ।


দস্যুর সংখ্যা বাড়িতেছে দিনকে দিন,
জীবনের ক্রান্তিলগ্নে, কিভাবে শোধিব ঋণ।
প্রবাদ আছে, চোরের মার বড় গলা,
পরধন হরে, ভরিতেছে নিজের ছালা।
মনের মাঝে মীরজাফর, সাজে সিরাজ,
দিনে  অভিনয়, রাতেই কতো কারুকাজ!