চোখ যদি রাখো বন্ধ,
তোমার সাথে হবে না কারোর দ্বন্দ্ব।
এরপর যদি মুখটাও রাখো বন্ধ,
তুমি থাকবে ভালো, কেউ কখনো বলবে না মন্দ।


ব্যাঙকে বলবে না গোল আর সাপকে লম্বা,
তুমি কখনো পড়বে না ধরা, চুরি করলেও খাম্বা।
যদি তুমি সাজো বোকা, কেউ তোমাকে দেবে না ধোঁকা,
কারণ লোকে মনে করবে, তুমি এখনো কচি খোকা।


মুখ যখন একটা, কথা কম ক-বা,
দু'চোখে দেখবা আর দু'কানে শুনবা।
তখন এ দুনিয়ার অযথা ঝামেলা কমে যাবে,
মনের মাঝে সুখের সারিন্দা বেজে উঠবে।


কোনো অনিয়ম দেখলে যদি থাকো চুপ,
ক'জনে বলে ভালো, দেখে বাইরের রূপ।
তোমার শত্রু তোমার মাঝে নিত্য খায় হাবুডুবু,
সুযোগ খুঁজে বেড়ায়, হিংসার ঝড়ে ভিজে যবুথবু।


সুখে থাকলে ভুতে কিলায় অকারণে,
কবি জাকের কয়, টের পাইবা দুর্দিনে।