চিরচেনা মানুষগুলো আজ অচেনা,
     রঙ্গিন স্বপ্নে বিভোর।
          কানায় কানায় পূর্ণ আজি,
                  মায়াবী স্বার্থের করিডোর।


সব হারানো মানুষগুলো
      অসহায়ের মতো বসে থাকে,
          দেখবে বলে সোনালি ভোর।
              বেলা শেষে বুঝবে সবাই,
                  কেটে গেলে ঘোর।