পেলে আছি, না পেলে নাই,
এরকম লোকের অভাব নাই।
আশেপাশে তাকিয়ে দেখি,
সবকিছুতে রয়েছে মেকি।


স্বার্থপর মানুষগুলো স্বার্থ পর্যন্ত,
লাভ দেখে লোভ করার ব্যক্তিত্ব।
পরের ধন কেড়ে দেখায় কর্তৃত্ব,
সস্তায় দিতে চায় ওরা নেতৃত্ব।


পেলে আছি আর না পেলে নাই,
এ ধরনের লোকে ভরে গেছে দুনিয়ায়।
মধু খেয়ে বোতলটা রাখে উল্টায়,
স্বার্থের জন্য ওরা খোলস পাল্টায়।