আমরা দেব ভোট!
আর তুমি বানাবে নোট,
তা কিভাবে হয়?
মনে জাগে ভয়!


পথে আর মাঠে স্বপ্ন করছ ফেরি,
ভোটান্তে কি আর করবে দেরি?
গলে পরে জয়ের মালা,
দেখাবে তখন ভেলকি বাজির খেলা,
বুঝেও দেব ভোট, মারবে যে ঠেলা!


যখন আসবে তোমার হাতে পাওয়ার,
সাধ্য কি আছে মোদের, কাছে যাওয়ার?
তারপরেও দেব ভোট,
গায়ে জড়াবে টাই আর কোট,
কাড়ি কাড়ি কামাবে নোট!


ঢাকায় কিনবে অট্টালিকা ঘর,
কথায় কথায় আমাগো দেখাবে ডর!
বাহিনী নিয়ে দখল নেবে বাপ-দাদাদের চর।
উৎসবে যবে আসবে গাঁয়ের বাড়ি,
ধূলো উড়িয়ে কালো টাকার গাড়ি,
নাম কুড়াতে দেবে যাকাতের শাড়ি!


তারপরেও দেব তোমায় ভোট,
একসাথে, একত্রে বেঁধে জোট,
জানি, স্বপ্ন মোদের করবে লুট!