তিস্তায় বাড়লে অসময়ে বন্যার পানি,
অসহায় মানুষদের অন্তরে উঠে ছটফটানি,
কখন ভেসে নিয়ে যায় শেষ সম্বল গৃহখানি?


নদীমাতৃক এ দেশে নদী হয়ে যায় যম,
বেড়িবাঁধ ভেঙে অনেক মানুষের কেড়ে নেয় দম,
তবুও মানুষ বাঁধে ঘর, জীবনে আনতে নবোদ্যম।


হামদু মাঝি ভাবে বসে ঝুপড়ি ঘরে,
এ নদী দেয়ার চেয়ে নিয়েছে অনেক কেড়ে,
আশি বছরের জীবন ঘুরছে এপাড় থেকে ওপাড়ে।


বর্ষা মৌসুমে ছবিলা বিবির থাকে না কোনো ঘর,
জলে থৈথৈ করে, চোখেমুখে আতঙ্ক আর ডর,
হাজারো চিন্তা এসে তার মাথায় করে ভর।