কথায় ও কাজে পাই না কোন মিল,
যেনো নিজের পিঠে নিজেই মারি কিল!
আশার আলো আর জ্বলে না,
প্রত্যাশার বাতাসও আগের মতো বহে না।


শুধু শুধু দিয়ে যাই, ভাগ্য আর দুর্ভাগ্যের দোষ,
ভুল করি, তবুও করছি, ভুলের উর্ধ্বে নয় মানুষ!
খুঁজে বেড়ায় অন্যের ত্রুটি, ঠিক রাখি নিজের স্বার্থ,
নিজের বেলায় হালুয়া-রুটি, অন্যের বেলায় খুঁজি তত্ত্ব।


ধরাধামে কতো লোক নিঃস্ব, নিজের কাছে যাচ্ছে হেরে,
তবুও ওরা ধ্বংসের খেলায় ফণা তুলে আসছে তেড়ে।
আগে-পিছে শত্রু, সেজে আছে জানের জান,
হৃদে বসে কলকাঠি নাড়ে, সুযোগ খুঁজছে শয়তান!


কলিযুগের ফুলকলিরা এখন নাচে  টাকার গন্ধে,
স্বার্থের তরে ওরা লেগে আছে দ্বিধা আর দ্বন্দ্বে।
আলোর যাত্রীরা ছেড়েই আজ চলছে ভিন্ন পথে,
আমরা আছি তীর্থের কাকের মতো উল্টো রথে।