উঠোন ভর্তি মানুষ,
কেউ কেঁদে কেঁদে হচ্ছে বেহুশ।
কেউ বলছে, লোকটি নয় মন্দ,
তেমন ছিল না, কারোর সাথে দ্বন্দ্ব।


কেউ কেউ বুক ছাপড়ায়,
কান্না সমেত করছে হায়! হায়!
উঠোনের কোণে বরই তলায়,
শেষ গোসল হচ্ছে ঘিরে ছটের ছালায়।


কেউ পাঠে মগ্ন কুরআন সেথা
কত মায়াবী দৃশ্য, হৃদয়ে কঠিন ব্যথা!
কেউ কেউ কাঁদছে তখন,
ক'টা দিন পরে ভুলে গেছে এখন৷


মায়াজাল ছিন্ন করে,
কত প্রিয় মানুষ যাচ্ছে ছেড়ে।
মেনে নিতে হয় নিষ্ঠুর নিয়তি,
বিলীন হয়ে যায় পিরীতি।