দু'দিন আগে আর পরে,
সবকিছু রেখে, যেতে হবে ছেড়ে,
আঁধার কবরের পথটি ধরে।


এখানে নেই কোনো তফাৎ,
দেয়া যায় না কোনো অজুহাত,
অসৎ হবেই এখানে কুপোকাত।


বড়-ছোট এখানে প্রশ্ন করা অবান্তর,
চলে না ভগি-জগি, যতো সব যন্তর-মন্তর,
আঁধারেও আলো জ্বলবে পরিস্কার যাদের অন্তর!


আজ হাজার রকম প্রশ্ন তোমায় ঘিরে,
সাদা চাদরে মোড়া ভবনদীর তীরে,
দু'দিনের ভিসা শেষে যমে ধরার পরে।