আকাশের অধরা তারাগুলো
কাঁদছে মেঘের আড়ালে,
প্রেমের অভিনয় ধরা পর থেকে
কোন অনুযোগে আমায় জড়ালে।


কত কথার ফুলঝুরি ঝরতো চোখের পলকে
আলো আঁধারের খেলায় মজে,
কাঠগড়ায় দাঁড়িয়ে আজ হয়েছি আসামি
স্বার্থটা তোমার বরাবরই নিয়েছো খুঁজে।


সময়ের ব্যবধানে তুমিই আজ পরাজিত
উঠোনে শুয়ে থাকা অসহায় কুকুরের মতো,
শুধু খুঁজে চলেছো সুখের সে হারানো পথ
ভুলের পাহাড় আঁকড়ে ধরে আর কতো?