রাস পূর্ণিমা দোল  পূর্ণিমা
কতো কিছুই  তো  চলে যায়
কিন্তু এমন হয় না তো ----
যেটা হয় তুমি চলে গেলে !
বাতাস বয়ে  যায় নিজের মতো
ফুল ফোটে তার আনন্দে
মৌমাছি প্রজাপতির চঞ্চল ডানা
যদি আমার থাকতো !
প্রতিদিন দরজা বন্ধ করি  খুলি  
ক্যালেন্ডারের তারিখ বদল হয়ে যায়
খবরের কাগজ দেখি দরজা খুলে
আজ দরজা খুলে যদি তোমায় দেখতাম !
এখানে বসন্ত নেই প্রচণ্ড দাবদাহ
তুমি তো চিরবসন্তের দেশে
সেখানে তো  সূর্য ওঠে রোজই
আমি না হয় সূর্য ই  হয়ে যাবো  ।