অনন্ত নৈঃশব্দ্যে তোমার উপস্থিতি
    
               *** জয়ন্ত বাগচী


যদি এক হাতে নাও রক্তচন্দন
তাকে এঁকে দিও আমার শরীরে
নির্জন  হিমগিরির আনাচে কানাচে
সেখানে তোমার তুমিকে আড়াল করোনা
শৈল চূড়ার কঠিন আড়ালে ।
তবুও বলতে পারি অনাবিল মুক্তির সূর্য  
প্রহরের নিঃশব্দ পদক্ষেপ সবটুকু
ওই রক্ত চন্দনে স্নান করিয়ে নিও
টুপটাপ শিশির পতনের ছন্দে
অনন্ত নৈঃশব্দ্যে তোমার উপস্থিতি
আরও প্রগাঢ়  কোরে দিও বাতাসের
ঘ্রাণটুকু বুক ভরে নিয়ে ।
সেখানে আর কেউ না থাকলেও
থাকবো আমি তোমার নিঃশেষিত
ভালোবাসার শেষ বিন্দুটুকু
উপভোগের আশায় ।