ভুলতে পারা যায়নি যে পথ
হৃদয়ের গভীর গোপন মন্ডলে
তবে কেন এই  অন্বেষণ
যুগান্তের সুনিশ্চিত অভিকর্ষ ভুলে ।


যে শাখা -প্রশাখা আজও ডাক দেয়
নিরবিচ্ছিন্ন প্রকল্প থেকে
সেখানে অনুরাগের প্রবল বিস্ফোরণ
সবটুকু দৃঢ়তা যায় বেঁকে ।


বনে বনান্তরে মিশে যায় সবুজে সবুজ
নীল নীলিমায় মিশে যায় নীল
কদিনের বোঝাপড়া টুকরো কাহিনী মাত্র
ডানায় তা লিখে নিয়ে ওড়ে শঙ্খচিল।


কালের এ যাত্রাপথে কত শত কাহিনী
মিছিলের শ্লোগানে হারায়
বাক্য বলে ভুলে গেছি সব
মন তা কি সত্যি মেনে নেয়?