আমিও তো খুঁজেছি কত রাত
হেঁটেছি জ্যোৎস্নার  জাল ছিন্ন করে
কুয়াশার মায়াবী আলোতে
তোমায় দেখবো বলে
পেরিয়ে গেছি দুস্তর পথ
সেখানে অতৃপ্ত বাসনারা আমাকে বিদ্রুপ করেছে
ওড়নার ফাঁস জড়িয়ে দিতে চেয়েছে
আমাকে লক্ষ্য করে ।
তবু তারই মাঝে একদিন
দেখেছিলাম
না দেখা সেই দেখাকে ।
বন্দির ভেঙে যাওয়া কারাগার
চোখের সামনে এনেছিল
এক স্বপ্নময় মূর্তিকে ।
আমি বলেছিলাম মোনালিসা !
দরিয়ার  ভরা জোয়ার মেখে শরীরে
সে  দিন উত্তরের ঝিলে ।
জলে ছায়া পড়েছিল ভবিষ্যতের
অথচ সে তা দেখেও দেখেনি।
সবুজ ধানের ক্ষেত পেরিয়ে
সাঁই বাবলার  কাঁটা এড়িয়ে
দুহাত বাড়িয়ে ছিলাম ।
রক্তাক্ত বুকে আঁকা ছিল
মোনালিসার ছবি অথচ
তার অস্তিত্ব মেলেনি সেদিন।
আজ যেন তারই ছায়া দেখি
জনহীন রাস্তার কিনারে।
সে চলেছে
তার ভালোবাসার মানুষটিকে নিয়ে
যা সে হারিয়েছিল চৈত্র সংক্রান্তির
সন্ধ্যার গভীর নির্জনে ।