ইতি তোমাকে
***জয়ন্ত বাগচী ।


যেদিন তুমি চলে গেলে কলকাতা ছেড়ে
সেদিন আকাশের মেঘে চোখ   রেখেছিলাম ।
অনুসন্ধানের কপাট খুলে রেখেছিলাম
তোমার  সব তুমিকে মুক্তি দেব বলে ।
আজমেঘের ঘনঘটা শুনে মনে হচ্ছে
তোমাকে মুক্ত করে দিতে পারিনি !
তোমার আলুলায়িত কুনতলের ছায়া
আমাকে  নিমজ্জিত করে দেয়
সেখানে শুধু মরিচিকা যদিও আমি বুঝি
তবুও একটু একটু করে ক্ষয়ে যাই।
এটা কোন ব্যর্থ প্রেমের কাব্য নয়
নয় অবতরণের কোন খন্ড দলিল
চেনা অচেনার গন্ডিতে আলোনিয়েখেলা
সেখানে ওই অলঙ্কারের ঝলক আমাকে
জাগিয়ে দেয় বিনিদ্র রাত্রির প্রহরগুলো।
তোমার গানের রেশ ধরে এগিয়ে চলি
এক পা এক পা করে।যদিও নির্দিষ্ট
গন্তব্যে পৌছানোটা বড়ই বেমানান হয়ে যায়।