।। ঝড়ের রাতে   ।।


সেদিন ঝড়ের রাতে যে নক্ষত্র
রাত জেগেছিল তার চাহনিতে ছিল
অপার বিস্ময়ের সমুদ্র ছিল উৎকণ্ঠা
যা অনুভব করতে পেরিয়ে যেতে হয়
ছন্দময় সময়ের উপত্যকা ।
উপচে পড়া ঝড় টেনে নিয়েছিল
আবেগের নৌকাটিকে একরাশ অনিশ্চিত সময়ের অনুকূলে ।
সেখানে জীবনের এক মোহনীয় স্পর্শ
বার বার চিনিয়ে দিচ্ছিল হাহাকারের সংজ্ঞা
রাশি রাশি উপাখ্যান নিজেকে সজ্জিত করছিল
ফেলে আসা দিনের অস্পষ্ট
হলুদ হয়ে যাওয়া পাণ্ডুলিপিকে ।
সেই দ্রোহকাল এখন স্তিমিত
নবারুণ মুক্তির পিপাসা তাকে টেনে এনেছে
আর এক নতুন সমুদ্র কিনারে
সেখানে সিক্ত হতে হতেই মনে হয়
পৃথিবীতে সুন্দর অনুভব এখনো বেঁচে আছে ।