ভেবেছি তোমার সাথে চলছি একসাথে ।
সেখানে কালি ও কলম থেমে গেছে
প্রখর  কর্কশ  পথে যদিও সেখানে
আর এক কবিতা নিজেকে উন্মোচন করে
ঘর্মাক্ত কলেবরে । অথচ কাক ডাকা ভোরে
শরীর পূর্ণ হয়ে ওঠে চাহিদার প্রকোপে
হাতে হাত বেঁধে যায় একান্ত নিশ্চিন্তে ।
এখানে কোন ছবি হয় না
ছবি হতে হতে হয়ে যায় নিদারুণ জলছবি
বুকের বাতাসটা ভারী হয়ে যায় একটা সময়
শুধু কিছু খৈ আর তামার পয়সা খুঁজে নিতে ।
প্রথম দিনের বৃষ্টি নিজেকে উজাড় করে
লজ্জাহীন আনন্দে একান্তে নয় প্রকাশ্যে
তবুও আমার নদী ঢেকে যায় কচুরিপানায়
বুদবুদ হয়ে উঠে আসে আত্মাভিমান ।
সূর্য দেখতে গিয়ে দেখা পাই
কোলাহলহীন  জমায়েতের ।
যেখানে তোমার আমার চুক্তিপত্রগুলো
শেষবারের মতো বুঝে নিতে হবে ।
তবুও এতো দ্বিধা কেন  সেকথা বুঝিনা  !