ভালোবাসার হাতছানি  দিয়ে যায় প্রাণে  মনে
অনেক কথারা সেখানে জমে থাকে অভিমানে
দেখেছি অনেক নিরালা দ্বীপের রূপকথা
তবুও কোনদিন পারিনি ভুলতে একটা ক্ষণে ।


হয়তো সেখানে বাধা ছিল প্রাত্যহিক সময়কালের
হয়তো কিছু দ্বিধা ছিল স্বপ্নমাখা  আবাল্যের
পতঙ্গ এসে দেবে ঝাঁপ মেধার অগ্নিতে
এটাই কাব্য হবে সম্পূর্ণরূপে চাওয়া  বাস্তবের ।


সময়ের  ঘড়ি  এগিয়ে  চলে সময় মেপে দিতে
ব্যস্ততার মাত্রা বাড়ে সব বুঝে নিতে
একদিন ফিরে দেখো কালের পঞ্জীতে
ভালোবাসা কঠিন পাথর হয়ে পড়ে আছে নিভৃতে ।