মাথার ওপর নেমে আসা আকাশের বোঝা/
চাপ দিতে দিতে মিশিয়ে দিচ্ছে মাটিতে/
ক্রমশঃ ঝাপসা হয়ে যাচ্ছে  ভবিষ্যতের কল্পনা/
লোনা জলের স্রোতে হারিয়ে যাচ্ছে জীবন/
সেখানে নেই কোন নিয়ম মাফিক শ্রুশুষা ।/
এখানে রোদ খেলা করে মাথার উপরে/
বারান্দায় চেয়ে থাকা স্বপ্নেরা দোল খায়/
অনাবিল সৌন্দর্যের মিশুক পক্ষীরা/
ডানা ঝাপটায় নব মিলনের প্রাচুর্যে ! /
তবুও এক অদৃশ্য শৃঙ্খল দোল খায় /
তোমার আমার স্বাভাবিক জীবন পঞ্জিকায় /
অনাহুত সোহাগ গড়িয়ে পড়ে ঘরের কোণে/
একদা যেখানে ছিল লোহার সিন্দুক/
ইতিহাস হয়ে পড়ে
দৈনন্দিনের স্নায়বিক চর্চা ।/
পরাজিত মানুষেরা খুঁজতে থাকে কিছু সূত্র/
প্রাচীন কালের ঠুনকো  সোহাগ জেগে থাকে/
আসলে এসবের মাঝে
নিজেকেই প্রতিষ্ঠা করা /
পাশাপাশি যাপনের এক অলিখিত প্ৰযাস ।/
হয়তো আরো কিছু শূন্যতা দোল খায়/
ইট কাঠ পাথরের কৃত্রিম শহুরে সভ্যতায় /
সেখানে সেতারের সুর কেঁদে যায়/
কেঁদে যায়  দৈনন্দিনের কঠিন রুক্ষতায় ।