পৌঁছে যাবো
          জয়ন্ত বাগচী ।


আমার নৌকা  আজ ভাসে
পূতিগন্ধময়  স্রোতহীন জলায়
সেখানে কোন মেঘের ছায়া পড়ে না
সব রং মিলে মিশে একাকার ।
আমার বেদনারা বিন্দু  বিন্দু হয়ে
জমে থাকে কাচের দেওয়ালে
তোমার স্পর্শ আজ কেড়ে নিয়েছে
স্বচ্ছ  বর্ণহীন  কাচের ব্যবধান ।
তবু অনুভব কোরো  প্রতিদিন
আমি পৌঁছে যাবো তোমারই কাছে
নব প্রভাতের সূর্যালোক হয়ে ।