প্রলম্বিত  


এখানে ওখানে কথার ছড়াছড়ি
একটা দুটো তিনটে অসংখ্য
মুক্ত মালার মতো অথচ
তুমি বল ,তুমি কথা বলতে পারনা !
একথা সেকথার  পর  সেদিন বললে –
কারুর কারুর সঙ্গে কথা এগিয়ে চলে।
জানতে ইচ্ছা করে তারা কারা ?
আমার সব কথারা
আমাকে টেনে নিয়ে আসে
এক বিন্দুতে কেন্দ্রীভূত হয়
জ্যামিতির জটিল রেখার মতো
ছড়িয়ে থেকেও সম্পাদ্য উপপাদ্য হয়ে যায়
অঙ্কের সিঁড়ি ভাঙতে ভাঙতে
প্রশ্ন   করি  —
আর কি কথা হবে ?
উত্তর  আসে, চলুক না আর একটু !