ট্রেন এসে পুরনো স্টেশনে দাঁড়ায়
সেই স্টেশন,কত পুরনো স্মৃতি
যা আজও জমে আছে স্মৃতিপটে
প্রবীনত্বের ভারে জীর্ণ নামফলকটা
আবছা আবছা দেখা যাচ্ছে ।
এখানে ট্রেন দাঁড়াবার কথা নয়
কিন্তু থেমে গেল চাকা।
স্টেশন চত্ত্বরে শুয়ে থাকা কুকুরটা
অবাক চোখে মুখ তুলে  তাকায়।
সেদিনের ছোট্ট বটগাছটি আজ বৃক্ষ
শাখায় কত পাখিদের আনাগোনা
কোন যাত্রী নামেনা ট্রেন থেকে ।
ট্রেন চলতে শুরু করে পুনরায়
স্মৃতিকে সম্মান জানানোর ভদ্রতা
বৃদ্ধ সারমেয়র তা বোঝার কথা নয়
অপসৃয়মান  ট্রেনের দিকে সে
উদাস নেত্রে  চেয়ে থাকে ।